General Knowledge
21:11
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর - General Knowledge Questions and Answers in Bengali for All Competitive Exam - Part: 5
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর - General Knowledge Questions and Answers in Bengali for All Competitive Exam - Part: 5
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর - General Knowledge Questions and Answers in Bengali for All Competitive Exam - Part: 5 |
হ্যালো বন্ধুরা,
আজ আপনাদের জন্য থাকলো, সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর - General Knowledge Questions and Answers in Bengali; এখানে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে, যেগুলি আপনাদের চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
১. যে সকল উদ্ভিদ জলে বৃদ্ধি পায়, তাদের কি বলে ?
উত্তরঃ হাইড্রোফাইটাস
২. পেশিতে কি থাকায় পেশিগুলি সঙ্কুচিত হতে পারে ?
উত্তরঃ মাইওফ্রাইবিল
৩. ডাবের জলে প্রাপ্ত হরমোনের নাম কি ?
উত্তরঃ কাইনিন
৪. কে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ স্যার উইলিয়াম জোন্স
৫. কে 'খোদা - ই - খিদমদগার' বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তরঃ খান আব্দুল গফফর খান
৬. আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে লাল রঙের আম্লিক কাদার স্তরকে কি বলে ?
উত্তরঃ টেরারোসা
৭. ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে কার মাধ্যমে ?
উত্তরঃ জলচক্রের মাধ্যমে
৮. রাজনৈতিক নির্বাচন সংক্রান্ত সকল বিরোধের নিষ্পত্তি কে করেন ?
উত্তরঃ সুপ্রিমকোর্ট
৯. লোকসভার সেক্রেটারি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন ?
উত্তরঃ লোকসভার স্পীকার
১০. ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলে ?
উত্তরঃ ভার্গিস কুরিয়েন