Job Chai

A blog about All Government and Non-Government jobs Notification. Even Study Materials, Current Affairs, Syllabus, Previous Year Questions Papers

LightBlog

Breaking



Thursday 5 December 2019

ইতিহাস জিকে MCQ প্রশ্ন ও উত্তর | History GK MCQ in Bengali | Part-1

ইতিহাস জিকে MCQ প্রশ্ন ও উত্তর | History GK MCQ in Bengali | Part-1  

ইতিহাস জিকে MCQ প্রশ্ন ও উত্তর | History GK MCQ in Bengali | Part-1
ইতিহাস জিকে MCQ প্রশ্ন ও উত্তর | History GK MCQ in Bengali | Part-1 

হ্যালো বন্ধুরা,
         বিভিন্ন Competitive Exam -র একটা গুরুত্বপূর্ণ টপিক হল ইতিহাস, এই ইতিহাস বিষয় থেকে বিভিন্ন ধরণের প্রশ্ন প্রায় এসেই থাকে, তো সেই কারণে আজ আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো,  History GK MCQ in Bengali - Part-1, যেগুলি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবেন, আর খুব সহজেই Competitive Exam গুলিকে ক্র্যাক করতে পারবেন। সুতরাং সময় অপচয় না করে দেখে নেওয়া নিন আমাদের আজকের পর্ব।

1. রবীন্দ্রনাথ কাকে "বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী" বলে অভিহিত করেছেন ?
     রামমোহন রায়


     রাধানাথ শিকদার
... Answer is বিদ্যাসাগর


2. আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন ? 
     রাজা রামমোহন রায়
     কেশবচন্দ্র সেন
     রাধাকান্ত দেব
     পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
... Answer is রাজা রামমোহন রায় 


3. সাঁওতাল বিদ্রোহ কত সালে সংঘটিত হয় ? 
     ১৮৫০ খ্রিস্টাব্দে
     ১৯৫০ খ্রিস্টাব্দে
     ১৮৫৫ খ্রিস্টাব্দে
     ১৮৩০ খ্রিস্টাব্দে
... Answer is ১৮৫৫ খ্রিস্টাব্দে 


4. ভারতের বিসমার্ক কাকে বলা হয় ? 
     বল্লভভাই প্যাটেল
     মহাত্মা গান্ধি
     কেশবচন্দ্র সেন
     নেহেরু
... Answer is বল্লভভাই প্যাটেল 


5. 'পাঞ্জাব কেশরী' নামে কে পরিচিত ছিলেন ? 
     ভগৎ সিং
     লালা হরদয়াল
     গোপালকৃষ্ণ গোখলে
     লালা লাজপৎ রায়
... Answer is লাল লাজপৎ রায় 


6. 'স্যাডলার কমিশন' কিজন্য গঠিত হয় ?  
     কৃষি বিষয়ে
     শিক্ষা বিষয়ে
     আর্মি বিষয়ে
     রাজ্য বিষয়ে
... Answer is শিক্ষা বিষয়ে 


7. পাইক বিদ্রোহ কত সালে সংঘটিত হয় ? 
     ১৭৬১ সালে
     ১৮১৬ সালে
     ১৮১৭ সালে
     ১৯৩১ সালে
... Answer is ১৮১৭ সালে 


8. ভারতে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ? 
     মানবেন্দ্রনাথ রায়
     বি.পি. ওয়াদিয়া
     মুজাফফর আহমেদ
     শ্রীপাদ অমৃত ডাঙ্গে
... Answer is মানবেন্দ্রনাথ রায়


9. ইকতা প্রথা কিসের সঙ্গে যুক্ত ? 
     সামরিক
     রাজনৈতিক
     ভূমি
     সামাজিক
... Answer is ভূমি 


10. ত্রিপিটক কোন ভাষায় রচিত  ? 
     সংস্কৃত
     বাংলা
     পালি
     তেলেগু
... Answer is পালি 


আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে এবং আরও পর্ব পেতে চান, তাহলে নীচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 

49 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. খুব সুন্দর প্রশ্ন এবং আরো অনেক চাই...

    ReplyDelete
    Replies
    1. Thank you dear...aro deoyar chesta korbo...

      Delete
  3. অসাধারণ আইডিয়া

    ReplyDelete
  4. অসামান্য অবদান।। অনুগ্রহ করে প্রতিদিন এভাবে আমাদের সাহায্য করুন।

    ReplyDelete
    Replies
    1. Thank you dear....আমরা যথাসম্ভব চেষ্টা করবো...

      Delete
  5. অসংখ্য ধন্যবাদ।। পরবর্তী অংশ গুলি ও পেতে চাই।

    ReplyDelete
  6. খুব ভালো লাগলো

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. Hmm khub valo laglo , arokom aro din....

    ReplyDelete
  9. Replies
    1. Thank You Dear..amader pase thakar jonno...

      Delete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. I am very happy to join this group. Thank you Kolom 53

    ReplyDelete
  12. Regular din....ar possible hole sub inspectorer jonno practice din

    ReplyDelete
  13. খুব ভালো হয়েছে। পড়তে সহজ হচ্ছে।

    ReplyDelete
  14. Kolom.in er sathe jukto hoe khub valo bod korchi .protidin update thakchi. ADmin ke janai osonkho donyobad

    ReplyDelete
  15. Sir.Amar physicale education bisoy theke kichu MCQ PROSNO CHAI

    ReplyDelete