ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর | History GK in Bengali for All Competitive Exam | Part-3
![]() |
ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর | History GK in Bengali for All Competitive Exam | Part-3 |
হ্যালো বন্ধুরা,
আজ আপনাদের জন্য থাকলো, ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর পর্বঃ ৩; বিভিন্ন চাকরির পরীক্ষায় ইতিহাস থেকে বিভিন্ন ধরণের প্রশ্ন এসে থাকে, তাই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। চলুন বেশি সময় নষ্ট করে করে দেখে নেওয়া যাক, আজকের পর্ব।
1. 'আরবি সম্বত' কে প্রচলন করেন ?
-
শাহজাহান
ঔরঙ্গজেব
হুমায়ুন
আকবর
2. আজাদ হিন্দ ফৌজের প্রথম সভাপতি কে হন ?
-
রাসবিহারী বসু
সুভাষচন্দ্র বসু
ক্যাপ্টেন মোহন সিং
শরৎচন্দ্র বসু
3. দেশীয় সংবাদপত্র দমন আইন কে জারি করেন ?
-
লর্ড লিটন
লর্ড রিপন
লর্ড নর্থব্রুক
লর্ড বেন্টিঙ্ক
4. বাংলার প্রথম স্বাধীন রাজা কে ?
-
শশাঙ্ক
গোপাল
দেব পাল
ইক্তিয়ার উদ্দিন
5. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে বলবৎ হয় ?
-
১৮৭৬ সালের ১৪ মার্চ
১৮৭৫ সালের ১৪ মার্চ
১৮৭৮ সালের ২৪ মার্চ
১৮৭৬ সালের ১৫ আগস্ট
6. 'কেশরী' সংবাদপত্রের প্রতিষ্ঠাতা কে ?
-
লালা লাজপৎ রায়রী
বাল গঙ্গাধর তিলক
বিপিনচন্দ্র পাল
অরবিন্দ ঘোষ
7. 'ভাগ করে শাসন করা' -র তত্ত্বটি কার ?
-
লর্ড কার্জনের
গভর্নর জেনারেল হার্ডিঞ্জের
লর্ড ডাফরিনের
গভর্নর জেনারেল মিন্টোর
8. কে দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেন ?
-
শেরশাহ
হুমায়ুন
আকবর
জাহাঙ্গির
9. যতীন দাসকে কোন মামলায় ধরা হয় ?
-
লাহোর ষড়যন্ত্র মামলা
দিল্লী ষড়যন্ত্র মামলা
আলিপুর বোমার মামলা
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন
10. কবে গান্ধি আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় ? ?
-
১৯৩২ সালে
১৯৩০ সালে
১৯৩৩ সালে
১৯৩১ সালে
➦ আজকের এই পর্বটি কেমন লাগলো এবং আরও পর্ব পেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
Khub valo....
ReplyDelete